শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শোক সমাবেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় চাইলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

শোক সমাবেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় চাইলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি। শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা তাইন্দং বাজারে এ শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোক সমাবেশ অনুষ্ঠানে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। একাত্তরের দোসররা আজও এদেশের উন্নয়নকে বিশ্বাস করতে চায় না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে তারা বিশ্বাস করতে চাইছে না। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সকল প্রতিহত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ তাইন্দং ইউনিয়নের সভাপতি মো. আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে শোক সভায় তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা কণি, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির তাইন্দং ইউনিয়নের তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধন প্রধান অতিধি।

এই সঙ্গে পানছড়ি উপজেলায় পথসভায় অনুষ্ঠিত হয়। পথসভা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

১৬৬ বার ভিউ হয়েছে
0Shares