শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে লোগাং গণহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

পানছড়িতে লোগাং গণহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি :পানছড়িতে লোগাং গণহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা পালন করেছে পাহাড়ের ৩টি সংগঠন। ১০’এপ্রিল (সোমবার) সকাল ১১টায় উপজেলার চেংগী ইউপিতে এ সভার আয়োজন করা হয়। এর আয়োজক ছিল পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য নারী সংঘ। অনুষ্ঠানের শুরুতে কালো ব্যাচ ধারণ করে এক মিনিট নিরপবতা পালন করা হয়। অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর পক্ষে আইচুক চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ, গনতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য নারী সংঘের পক্ষে তৃঞ্চাকর চাকমা, এস মঙ্গল চাকমা ও সাবিনা চাকমা, এলাকাবাসীর পক্ষে সাধন কুমার কার্বারী, বাদশা কুমার কার্বারী, রাসাই কার্বারী ও শহীদ পরিবারের পক্ষে অমিও কান্তি চাকমা। পুষ্পমাল্য অর্পন শেষে গনতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিসিপির সাধারণ সম্পাদক সুনীল চাকমার সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন গনতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বরুণ চাকমা, পার্বত্য নারী সংঘর কেন্দ্রীয় কমিটির প্রনীতা চাকমা, সাবেক চেয়ারম্যান অনিল চাকমা, বড় কলক ভিলেজ কমিটির সভাপতি জীবন কৃষ্ণ চাকমা ও মরাটিলা জিরানী খেলার রাচাই মার্মা। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অমিও চাকমা ও সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমা।

৭৮ বার ভিউ হয়েছে
0Shares