শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রামগড়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

রামগড়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি।  খাগড়াছড়ি রামগড় উপজেলার ফেনি নদীর কুল থেকে ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় রামগড় ৪৩ বিজিবি বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো.জাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনি নদীর কুল স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৫১৫৩ পিস ওষুধ জব্দ করে, যার বাজারমূল্য এক লক্ষ একত্রিশ হাজার নয়শত নব্বই  টাকা।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS