সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য আটক

সিরাজগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য আটক

 সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জ ইকোনোমিক জোন (পিডিএল বেজ ক্যাম্পের) তিন সদস্য কে  মারধর করে মালামাল লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই ডাকাত সদস্যকে  গ্রেফতার করেছে সদর থানা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল পঞ্চসোনা গ্রামের মোঃ বাছেত আকন্দের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩০) ও একই গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৫)।মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে   সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরাজগঞ্জ সদর থানা, বেলকুচি ও টাঙ্গাইল থানায় নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই ডাকাতকে গত সোমবার রাতে  তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে লুট হওয়া ১ হাজার ২শ ৪৪ কেজি লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, এর আগে গত ১ নভেম্বর রাতে সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল (যমুনা নদীর তীরে) ইকোনোমিক জোন পিডিএল বেজ ক্যাম্পে সংঘবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পিডিএল বেজ ক্যাম্পের তিনজন সদস্যদের মারপিট করে মোবাইল সেট, লোহার রড, জি আই তার, ব্যাটারী, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ, ডিজেলসহ প্রায় ৮ লক্ষ ৭৬ হাজার ১শ পাঁচ টাকার মালামাল লুট করে ইঞ্জিন চালিত নৌকা যোগে নিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের জিজ্ঞাসাবাদে জানাযায় তারা ডাকাত দলের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন জেলায় ডাকাতির সাথে জড়িত বলে অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী উল্লেখ করেন । এর আগে গত ২ নভেম্বর পিডিএল (আরএফএল) এর এক্সিকিউটি ম্যানেজার শফিকুল রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS