বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে উপজেলা চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হলেন রমাকান্ত রায়

বিরলে উপজেলা চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হলেন রমাকান্ত রায়

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ প্রার্থীর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরও প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান বাবু ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আযম। নির্বাচনী মাঠে রয়েছেন আওয়ামী লীগের এ তিন নেতা।
১৬ এপ্রিল সোমবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান বাবু ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রাণীপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আযম। এছাড়াও আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আউয়াল চৌধুরী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান নবেল, ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মা, শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন তাদের মতামত ব্যক্ত করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর জানান, বর্ধিত সভায় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়কে সমর্থন দেওয়া হয়েছে। বিরল উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হলেন সাধারন সম্পাদক রমাকান্ত রায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থীকে সমর্থনের বিষয়ে কোন আলোচনা হয়নি।
স্থানীয় আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান বাবু ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আযম মুঠোফোনে বলেন, এ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী যেহেতু থাকবে না, সেহেতু কে কাকে সমর্থন দিলো না দিল তাঁরা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করবেন।
উল্লেখ্য মনোয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী ২১ এপ্রিল এবং ভোট গ্রহন ২১ মে।

১২ বার ভিউ হয়েছে
0Shares