শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোর রাতে বৈঠা হাতে মহাসড়কে আওয়ামী লীগ

ভোর রাতে বৈঠা হাতে মহাসড়কে আওয়ামী লীগ

নাটোর প্রতিনিধি. : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে কাকডাকা ভোরে বৈঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার ভোর ৫টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভযাত্রায় অংশগ্রহণ করেন গুরুদাসপুর-বড়াইগ্রামের প্রায় চার শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা শেষে এক পথসভায় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বলেন,‘হরতাল-অবরোধের নামে সারাদেশে আগুন,সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। তাদের ডাকা হরতাল-অবরোধ আমরা মানিনা। ষড়যন্ত্র করে লাভ নেই। নাশকতার চেষ্টা করা হলে প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি। ভোররাতে আগুন ও জ¦ালাও পোড়ানোর মধ্য দিয়ে তারা হরতাল-অবরোধ শুরু করে। এ কারনে নেতাকর্মীদের নিয়ে ভোর রাত থেকে সড়ক-মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গুরুদাসপুর-বড়াইগ্রামে বিএনপি-জামায়াতের তান্ডব করার কোন সুযোগ নেই। আমরা নেতাকর্মী নিয়ে বৈঠা হাতে মাঠে অবস্থান করছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলে এই জনপদের মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচীত করবে বলে আমি বিশ^াস করি। জামায়াত-বিএনপির নৈরাজ্য রুখে দিতে ও মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের সারথি হতে আমি এমপি প্রার্থী।#

১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS