শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরল গ্রীন স্কুলে সৃজনশীল কোচিং সেন্টার এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিরল গ্রীন স্কুলে সৃজনশীল কোচিং সেন্টার এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরল পৌরশহরের স্বনামধন্য গ্রীন স্কুলে সৃজনশীল কোচিং সেন্টার এর এসএসসি প্রস্তুতি ব্যাচ-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন স্কুল ও সৃজনশীল কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মানিক রতন। গ্রীন স্কুল এর প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আকতার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীপুকুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ফারুক আজম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বিরল মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক ব্রজেন দেবশর্মা হৃদয়, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সৃজনশীল কোচিং সেন্টার এর প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং বিভিন্ন উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। শেষে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা কওে জন্য মুনাজাত করা হয়।

২৭ বার ভিউ হয়েছে
0Shares