শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে- শফিউল আলম চৌধুরী নাদেল এমপি</span> <span class="entry-subtitle">কুলাউড়া পৌরসভা আয়োজিত আলোকিত মানুষের প্রত্যাশায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান</span>

মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে- শফিউল আলম চৌধুরী নাদেল এমপি কুলাউড়া পৌরসভা আয়োজিত আলোকিত মানুষের প্রত্যাশায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা আয়োজিত আলোকিত মানুষের প্রত্যাশায় ২য় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে।গত  ২০ এপ্রিল দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার – ২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথি তার বক্তব্যে নাদেল বলেন, মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে পারলে মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে ।’প্রধান অতিথি আরোও বলেন শিক্ষার আলো সকল অন্ধকার ও অজ্ঞানতা দূর করে মানুষকে পরিপূর্ণতা দেয়। আমরা কুলাউড়া সহ বাংলাদেশকে এগিযে নিতে হলে কর্মমুখি ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।কুলাউড়া পৌরসভার সচিব শরদিন্দু রায় এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সদর পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার ভূমি মেহেদি হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, পৌরসভার ২য় মেধা পরীক্ষার আহবায়ক সৌম্য প্রদিপ ভট্টাচার্য্য সজল।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী সোহেল।অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সুশীল সেন গুপ্ত, ডাঃ সাঈদ এনাম, এডভোকেট তাজুল ইসলাম, প্রভাষক খালিক উদ্দিন,প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কাউন্সিলর লোকমান আলী, সাইফুর রহমান সুমুন, হারুনুর রশীদ, কাওসার আরিফ ও লাইলী বেগম, রাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগম,কুলাউড়া উদীচী শিল্পী গোষ্টীর সাধারন সম্পাদক সুমন মিএ,সাংবাদিক আজিজুল ইসলাম,মহি উদ্দিন আহমদ প্রমুখ।অনুষ্ঠানে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় ২ জন ট্যালেন্টপুল সহ মোট ৩৭ জন ও এস এস সি ও এইচএসসি মোট ১০৫ জন শিক্ষার্থীর হাতে তাদের নাম খচিত ক্রেস্ট ও প্রশংসাপত্র এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সু/আ /এম.বি

৮৫ বার ভিউ হয়েছে
0Shares