শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন কামরুন্নেছা আশরাফ দীনা

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি’র সহধর্মিনী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কামরুন্নেছা আশরাফ দীনা।

কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার সকাল ৯টায় ঢাকার কাকরাইল সার্কিট হাউজ মাঠে প্রথম জানাযা শেষে কামরুন্নেসা আশরাফ দীনা’র মরদেহ নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে আনার পর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্থরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য মানু মজুমদার, মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফি আহমেদ, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকোট শামসুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মানিক, রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

পরে বিকাল ছয়টায় মোক্তারপাড়া ঈদগাহ্ মাঠে দ্বিতীয় জানাযা শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাতপাই পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

কিডনী জনিত অসুস্থ হয়ে বেশ কয়েকদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় ১লা জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টা ২০ মিঃ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্বামী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares