শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর ইপিজেড বাস্তবায়নে পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের লক্ষ্যে বেপজার মতবিনিময় সভা

রংপুর ইপিজেড বাস্তবায়নে পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের লক্ষ্যে বেপজার মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে প্রস্তাবিত রংপুর ইপিজেড এর বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবির।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জানানো হয়, গত সপ্তাহে ঢাকায় চিনিকল কর্তৃপক্ষ, ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদয়ে নেতৃবৃন্দ ও বেপজার উর্ধতন কর্মকর্তাদের মধ্যে একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে ক্ষুদ্র নৃগোষ্ঠির কর্মসংস্থান ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা বিশেষ অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, সবার স্বার্থ সমুন্নত রাখতে উন্নয়নমূলক এ প্রকল্প বাস্তবায়ন করে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আখতার জাহান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরাও এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের ১ হাজার ৮৪২ জমির মধ্যে ৪৫০ একর জমি রংপুর ইপিজেড নির্মাণের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। দেশের ১০ ইপিজেড হিসেবে অচিরেই এর কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়।

৮৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS