বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগের জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি সহ ৪ নেতা গ্রেফতার

সেনবাগের জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপি সভাপতি সহ ৪ নেতা গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করেছে । বুধবার (১২অক্টোবর )রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের (৪৮) ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.এমরান হোসেন (৪২),ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন ভ‚ঁইয়া (৪৫)ও ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য মিজানুর রহমান (৩৮)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামিদের জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভাংচুর-অবরোধ ও বিস্ফোরক আইনে থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS