বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালীতে বিদ্যুৎস্পুষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎস্পুষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল আল ওয়াসি (১০) নামেরএক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নাবিল আল ওয়াসি নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশ্বের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির সাথে হাত লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

৬৬ বার ভিউ হয়েছে
0Shares