বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভ্রাম্যমান আদালতের অভিযান সেনবাগে মাটি ব্যবসাযীর ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযান সেনবাগে মাটি ব্যবসাযীর ৫০ হাজার টাকা জরিমানা

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ কাউসার নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে,রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিনের ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের তালিমুল কোরআন মাদরাসা সংলগ্ন ওসমান মিয়ার একটি ফসলি জমিনে ভ্যেকু মেশিন লাগিয়ে জমিনের টপ সয়েল মাটি কেটে নিয়ে যাচ্ছেন একদল মাটি ব্যবসায়ী। ওই খবর পাওয়ার পরপরই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি তাৎক্ষনিক সেনবাগ থানার একদল পুলিশ, আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছেন দেখে মাটি ব্যবসায়ী কাউসার ভ্যেকু মেশিন দিয়ে ফসলি জমিনের টপ সয়েল মাটি কেটে ব্রিকফিল্ডের জন্য নিয়ে যাচ্ছে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯নং নবীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর গোপালপুর গ্রামের নাজির মিয়ার বাড়ির আবদুল হক টিলারের ছেলে মোঃ কাউসারকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS