বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ভয়াবহ লোডশেডিং আইনশৃঙ্খলা কমিটিতে তোপের মুখে পল্লী বিদ্যুতের ডিজিএম

সেনবাগে ভয়াবহ লোডশেডিং আইনশৃঙ্খলা কমিটিতে তোপের মুখে পল্লী বিদ্যুতের ডিজিএম

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে কারনে সদস্যদের তোপের মুখে পড়েছেন সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম)মোস্তফা আমিনুর রাশেদ।

বৃহস্পতিবার বেলা ১১টার সময় সেনবাগ পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদস্যরা সেনবাগে সাম্প্রতিক সময়ে পল্লী বিদ্যুতে ভয়াবহ চিত্র তুলে ধরে এর ব্যার্থতার জন্য ডিজিএমকে দায়ী করেন। বক্তরা বলেন,সারাদেশ বিদ্যুত উৎপাদনের সমস্যার কারনে দেশব্যাপরী লোডশেডিং চলছে। কিন্তু সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় ২৪ঘন্টার মধ্যে দুইঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়না। এবং মুহুর্তে মুহুর্তে বিদ্যুৎ আসা যাওয়ার খেলায় মগ্ম থাকে। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল আসছে আগের চেয়ে দুই থেকে তিন গুন বেশী। এর সমস্যা সমাধানে ব্যার্থতার জন্য ডিজিএমকে দায়ী করেন বক্তরা।

উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, নির্বাহী অফিসার নাজমুন নাহার, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন, অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, কাদরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন মিরু, বালিয়াকান্দী সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম জসিম, কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার আকতারুজ্জামান ফয়েজী প্রশুখ।

৮২ বার ভিউ হয়েছে
0Shares