বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাট পৌরসভার উদ্যোগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট পৌরসভার উদ্যোগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৪৯ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধামরইরহাট পৌরসভা উদ্যোগে ২২ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় ধামইরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট প্রেসক্লাব সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক এম কে জিন্নাহ চৌধুরী, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর অফিস সহকারি ফারুক হোসেন, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ বিন বেলাল, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This