মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১জুন) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বগুড়া -৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। পরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -৩ আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।
এই মেলায় উন্নত মানের বিভিন্ন জাতের ঔষধি, ফলদ, বনজ গাছের চারা, সনাতন ও স্মার্ট কৃষি প্রযুক্তি-সহ ফল ও বীজের ১৯টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রথম দিনে মেলা দেখতে কৃষক, কৃষাণী, শিক্ষার্থীসহ বহু দর্শনার্থীর সমাগম ঘটে।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS