বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ইং এর শুভ উদ্বোধন।।

দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ইং এর শুভ উদ্বোধন।।

বগুড়া জেলা প্রতিনিধি মোসাব্বর হাসান মুসাঃ দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ইং এর শুভ উদ্বোধন করা হয়।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা বুধবার পর্যন্ত চলবে।

২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় দুপচাঁচিয়া উপজেলার হাবিবুর রহমান সাথী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জন্মাত আরা তিথির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৮ বগুড়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাধন।

বিশেষ অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান।সাধারণ সম্পাদক এমদাদুল হক।উপজেলা কৃষকলীগের সভাপতি টগর।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাজেদুল আলম স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের  চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব।

ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান। সহকারী কমিশনার ভূমি লিজা আক্তার বিথী। থানার অফিসার ইনচার্জ সনাতন সরকার। তলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরুল ইসলাম। দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

নার্সারি মালিক সমিতির সভাপতি মনসুর হেল্লাজ। দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ ন ম আবু আব্দুল্লাহ প্রিন্স।বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোছাব্ব্বর হাসান মুসাসহ কৃষি প্রযুক্তি মেলায় আগত প্রায় পঞ্চাশ জন নার্সারি স্টলের মালিক এবং কৃষক সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তার।মাননীয় সংসদ সদস্য আল্লাহর দান নাসারীর স্টল ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ঈমানদার মামার স্টলটি পরিদর্শন করেন।

৯১ বার ভিউ হয়েছে
0Shares