বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আদমদীঘিতে মোটরসাইকেল শোডাউন, দুই প্রার্থীর জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আদমদীঘিতে মোটরসাইকেল শোডাউন, দুই প্রার্থীর জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করায় চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন (ঘোড়া) মার্কা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল) মার্কার ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (১৭ মে) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার ফিরোজ হোসেন এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের পানলা নামক স্থানে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী (ঘোড়া) মার্কার তোফায়েল হোসেন লিটনের ১০হাজার টাকা ও কুন্দগ্রাম ইউপির তিলোচ সোনারপাড়া গ্রামের পাকা রাস্তায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (টিউবওয়েল মার্কা) মাহমুদুর রহমার পিন্টুর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS