মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সোনাতলায় পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা।।

সোনাতলায় পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা।।

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার না করায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণে ২হাজার টাকা করে ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বাসতবায়নের জন্য ২০মে সোমবার সকালে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল সোনাতলা পৌর সদরে অভিযান পরিচালনাকালে বড়বাজারের ব্যবসায়ী স্বপন সাহা ও বেলাল হোসেনকে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে এ জরিমানা আদয় করেন। অভিযান পরিচালনাকালে পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা(বগুড়া) আব্দুল হালিম, সোনাতলা উপজেলা পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মিঠু কুমার সাহা ও পুলিশ প্রসাশন সঙ্গে ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) প্রতীক মন্ডল জানান,২০১০ আইন অনুযায়ী ১৯ ধরনের পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক বাস্তবায়নের লক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS