মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় PLAN  এর কর্মশালার নামে প্রতারনার অভিযোগ

ভোলায় PLAN  এর কর্মশালার নামে প্রতারনার অভিযোগ

ভোলা প্রতিনিধিঃ  ভোলা প্রেসক্লাবে (৬ মার্চ) বুধবার সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্টপ দ্য স্টিগমা প্রজেক্ট এর আয়োজনে জেলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক কর্মশালার নামে কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ উঠেছে। গণমাধ্যমের সাংবাদিকেরা এ অভিযোগ তোলেন। অনুষ্ঠানে ছিলেননা প্রধান অতিথি, স্বাস্থ্য বিভাগের কোন কর্মকর্তা। প্রেস রিলিজে ২৩ জন সাংবাদিকের কথা বলা থাকলেও হাতে গোনা কয়েক সাংবাদিক এবং প্রায় কথিত পকেট সাংবাদিক উপস্থিত হয়ে-উপকরন, খাবার ও সন্মানী নিয়েছেন। কোন ফটো সাংবাদিককে খাবার, উপকরন ও সন্মনী দেননি প্ল্যাানের কর্মকর্তার। তাই তাড়া কোন ফুটেজ ও স্থীর চিত্র সরবরাহ করেননি। ভোলায় প্ল্যাানের কর্মকান্ড বা প্রগ্রাম কাগজে কলমে পাওয়া গেলেও সরজমিনে তা নেই বলে অভিযোগ করেন শতাধীক সাংবাদিক, সমাজ কর্মী ও স্বাস্থ্য বিভাগসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা। এ বিষয়ে প্ল্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর ডিভিশনের কমিউনিকেশনস স্পেশালিষ্ট বিপ্লবী রানী দে রায় জানান, কিকারনে প্রধান অতিথি উপস্থিত হননি তা জানিনা, তবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ২২ জন কর্মী উপস্থিত ছিলেন, তাড়া সঠিক কিনা তা স্থানীয় কর্মকর্তারা বলতে পারেন, আমিতো বাহিরের লোক। সামনের প্রগ্রামের সময় এধরনের আর ভুল হনেনা।

 

৪১ বার ভিউ হয়েছে
0Shares