মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আওয়ামীলীগই সরকার গঠন করবে–তোফায়েল আহমেদ

আওয়ামীলীগই সরকার গঠন করবে–তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধিঃ আওয়ামীলীগের উপর্দেষ্টা মন্ডলির সদস্য সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগই সরকার গঠন করবে। চারি দিকে নৌকা মার্কায় ভোট দিতে মানুষের ঢল নেমেছে।

গত কাল (৭ জানুয়ারী) সকালে ভোলা সদর বাংলা স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি-জামাতের ভোট প্রতিহত করার প্রক্রিয়া সফল হয়নি। তারা নিজেরাই প্রতিহত হয়ে গেছে। বাংলার মানুষ তাদেরকে আর চাইবেনা। নিজেদের কবর নিজেরাই চরনা করেছে।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-মইনুল হোসেন বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান, যুবলীগ সহসভাপতি- ইব্রাহীম খোকন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৯৬ বার ভিউ হয়েছে
0Shares