বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় অফিস পাড়ায় ঈদের আমেজ কাটেনি

ভোলায় অফিস পাড়ায় ঈদের আমেজ কাটেনি

ভোলা প্রতিনিধিঃ ঈদুল আজহার ৩ দিনের ছুটির সঙ্গে এবার যুক্ত হয়েছিল আরও দু’দিনের সাপ্তাহিক ছুটি। তবে টানা পাঁচ দিনের ছুটি শেষ। গত কাল (২ জুলাই) রোববার থেকে অফিস-আদালত খুলেছে। কিন্তু ভোলা জেলাসহ উপজেরা শহর এখনও ফাঁকা। সকাল থেকে প্রথম কর্মদিবস শুরু হলেও ভোলায় অফিস পাড়ায় ঈদের আমেজ কাটেনি। চিরচেনা কর্মচাঞ্চল্য ফেরেনি।

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তর,এল জি ই ডি, জনস্বাস্থ্য প্রকৌশল, জেলা হিসাব বিভাগ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, মৎস্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, গনপূর্ত, খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর, শিল্প নগরী, রেজিষ্টার বিভাগ, সিভিল সার্জন অফিস, তত্বাবধায়ক অফিস, বনবিভাগসহ ৭ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে গিয়ে দেখা গেছে একই চিত্র। মৎস্য বিভাগের কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ঈদুল আজহার নির্ধারিত ছুটি শেষ। তবে তিনি ঐচ্ছিক ছুটি নিয়েও বাড়ি গেছেন। মঙ্গলবারে (৪ জুলাই) তিনি কর্মস্থলে ফিরবেন। রেজিষ্টার বিভাগের আরেক কর্মকর্তা জানান, আমাদের অফিসতো সপ্তাহে ৩দিন হয়, এজন্য অফিসে উপস্থিতি কম। আবার ছুটি শেষে নানা কারণে অনেকই বাড়ি থেকে ফিরতে না পারায় কর্মস্থল জমেনি। সব মিলিয়ে সোমবার (৪ জুলাইর) আগে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য ফিরবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে, ঈদের ছুটি শেষে রাষ্ট্রায়াত্ত ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার তুলনামূলক ভাবে অনেক কম লক্ষ্য করা গেছে।

১২১ বার ভিউ হয়েছে
0Shares