বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতির পিতা শেখমজিবুর রহমানের মত নেতা অতুলনীয়—-তোফায়েল আহন্মেদ

জাতির পিতা শেখমজিবুর রহমানের মত নেতা অতুলনীয়—-তোফায়েল আহন্মেদ

ভোলা প্রতিনিধিঃ সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহন্মেদ এমপি বলেছেন,নেতা আসবেন,নেতা যাবেন কিন্তু মানবদরদী জাতির পিতা শেখমজিবুর রহমানের মত নেতা অতুলনীয়।

১০ জানুয়ারী মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকালে আলোচনা সভা ভার্রচ্যুয়াল যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, সফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমূখ।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS