শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তজুমদ্দিনে হাট-বাজারের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন

তজুমদ্দিনে হাট-বাজারের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন

ভোলা প্রতিনিধিঃ তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত তজুমদ্দিন থানা এলাকার হাট-বাজারের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সিসি ক্যামেরা অপরাধ নির্মূলে সহায়ক ভূমিকা পালন করবে। অপরাধীদের কোন দল নেই। এরা দেশ ও জাতির শত্রæ। তাই অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বনের বিকল্প নেই।

এসময় উপজেলা তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,লালমোহন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, তজুমুদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা যুবলীগ সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১৩৭ বার ভিউ হয়েছে
0Shares