শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর মনোনয়নপত্র দাখিল

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মমিনুর আলমের কাছ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন জাতীয় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস.এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজ্বী আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন ও চেয়ারম্যানের পিএস মোঃ এ্যাড. আবু তৈয়ব।
এ সময় আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্ত্বরে অন্যান্য নেতা-কর্মীদের সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাফিয়ার রহমান শাফি, হাসানুজ্জামান নাজিম, আব্দুর রহিম বাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সচিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, যুব নেতা ইউসুফ আহমেদ ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সদস্য মাকসুদার রহমান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৫ বার ভিউ হয়েছে
0Shares