বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ৪১ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল \ আ’লীগের স্বতন্ত্র প্রার্থী ১৩জন

নাটোরে ৪১ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল \ আ’লীগের স্বতন্ত্র প্রার্থী ১৩জন

নাটোর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিলের শেষ দিন বৃহস্পতিবার নাটোরের মোট চারটি আসনে মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এছাড়া বুধবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

জানা গেছে, আনন্দ মিছিল ও উৎসাহ উদ্দীনার মধ্য দিয়ে নৌকায় চড়ে হাজার হাজার নেতা-কর্মী সমর্থকদের সাথে নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় এমপির মা ছকিনা বেগম ও স্ত্রী সায়েরা বানু, স্থানীয় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নৌকায় চড়ে নেতাকর্মীদের উদ্যেশে বক্তব্য রাখেন বকুল এমপি। এসময় নেতাকর্মী সমর্থকরা আনন্দ মিছিল করা সহ নৌকার পক্ষে নানা ¯েøাগান দেন।

২৪ বার ভিউ হয়েছে
0Shares