শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সরকার প্রায়োজনে অপ্রয়োজনে মেগা প্রোজেক্টসহ বিভিন্ন প্রোজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে ……রংপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদের

সরকার প্রায়োজনে অপ্রয়োজনে মেগা প্রোজেক্টসহ বিভিন্ন প্রোজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে ……রংপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সরকার প্রায়োজনে অপ্রয়োজনে মেগা প্রোজেক্টসহ বিভিন্ন প্রোজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে। এ খরচগুলি কোনো রকম সম্ভব্যতা যাচাই করা হয়নি। এতে কি লাভ হবে, না লোকশান হবে কিছুই যাচাই করা হয়নি। সরকার বলছে করা হয়েছে। করাই যদি হয় সেই সম্ভব্যতা অনুযায়ী কাজ হচ্ছে না। যেখানে খরচ ধরা হয়েছে ৮ মিলিয়ন ডলার আর খরচ হয়েছে ৩০ মিলিয়ন ডলার, ২০ মিলিয়ন ডলার। সময় ধরা হয়েছে ৩বছর, ৫বছর। তার করা হচ্ছে ১০ বছর। যা এখনো শেষ হয়নি। এটা কোনো লাভজনক হতে পারে। কিন্তু লোনের বোঝা তো আপনার ঘারে চাপছে। ১০বছর আগে আপনার যেখানে ঋণ ছিল ১২ বিলিয়ন ডলার, সেখানে ১১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ। আরো ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলার আপনার নিজের অভ্যান্তরিন ঋণ। যা বিভিন্ন জায়গা থেকে নেয়া হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেন, বর্তমান সরকার বড় দরনের দূর্নীতিবাজ যারা বিভিন্ন ভাবে জনগণের বিপক্ষে কাজ করছে, তাদেরকে কোনো না কোনো ভাবেই রক্ষা করছে। এবং তারা তাদের দুষ্টের দমনের জায়গায় সৃষ্টের পালন করছে, আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ ও সাধারণ ব্যবসায়ীদের উপর দৃষ্টি নেই। যারা বিভিন্নভাবে মার্কেট মেনুপ্লেট করছে, তারা কোনো না কোনোভাবে সরকারী প্রটেক্ট পাচ্ছে। এটা অত্যান্ত দুঃখজনক। আমরা মনে করি সামনের রমজানে জিনিস পত্রের দাম যেন সঠিকভাবে থাকে। এটা করা সম্ভব।  সরকার এব্যাপারে উদ্যোগ নিবেন।
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতির কথা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন যে দেশের সার্বিক অবস্থা তা থেকে উত্তরণে সরকারকে আগে উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের ইচ্ছা থাকতে হবে এবং সবাইকে নিয়ে বসে এর সমাধানও বের করতে হবে। কারণ এখন সরকারই সবকিছু নিয়ন্ত্রণ করছে। একারণে সামনের দিকে রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। নির্বাচনের আগের পরিবেশ পরিস্থিতি বুঝে জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে। স্বাধীন নাগরিকদের মধ্যে নির্বাচন নিয়ে একটা অনীহা দেখা দিয়েছে দাবি করে
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা ও মহানগর জাপার সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কোষাধ্যক্ষ ও জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল,  কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।
মহানগরের সহ-সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরের সহ-সভাপতি লোকমান হোসেন, জাতীয় পার্টি রংপুর জেলা আহবায়ক কমিটির যূগ্ম আহবাযক একেএম আবু নাসের শাহ মোঃ মাহাবুবার রহমান, হাসানুজামান নাজিম, রুহুল আমিন লিটন, সদস্য শাফিউল ইসলাম শাফি, বদরগঞ্জ উপজেলা জাপার সদস্য সচিব মাসুদ রানা, পীরগঞ্জ উপজেলা জাপার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরে আলম যাদু, পীরগাছা উপজেলার সভাপতি শাহীন সরকার. জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকিরসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ জাতীয় মহিলা পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দ।#
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS