বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার আয়োজনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যায় কলেজ রোডস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

মতবিনিময় ও কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টি রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ড কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান আনিছ, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর শাখার সভাপতি শাহীন হোসেন জাকির, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহবায়ক মাহাবুবর রহমান বেলাল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম, যূগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আল আমিন সুমন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুসহ জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির ৩৩টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সেন্টার কমিটির নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

৭৭ বার ভিউ হয়েছে
0Shares