শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ’র সদস্য সচিব ডাঃ স্বপ্নীলের সঙ্গে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের মতবিনিময়

বাংলাদেশ’র সদস্য সচিব ডাঃ স্বপ্নীলের সঙ্গে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের মতবিনিময়

 হাফিজুল ইসলাম লস্করঃ বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলার শাখার নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও সম্প্রীতির বাংলাদেশ এর সদস্য সচিব, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল এর সঙ্গে ল্যাব এইডস্থ তার নিজ চেম্বার এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।
মতবিনিময়কালে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ডাঃ স্বপ্নীল ও তার সংগঠনের সাথে সেতুবন্ধন সম্পর্ক এবং সহযোগিতা ছাড়াও লিভার চিকিৎসা ও স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহারুল ইসলাম মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ছড়াকার মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, নির্বাহী সদস্য প্রভাষক ডাঃ শাহীন মিয়া প্রমুখ।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS