শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগমগঞ্জে এন্টি টেররিজম ইউনিটের অভিযান নাশকতা মামলার আসামি মাহবুর গ্রেফতার

বেগমগঞ্জে এন্টি টেররিজম ইউনিটের অভিযান নাশকতা মামলার আসামি মাহবুর গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী থেকে মোঃ মাহবুবুর রহমান (৪০)নামের নাশকতা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় আসামির নিকট থেকে নাশকতার কাজে ব্যবহৃত ২ টি মুঠোফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ মাহবুবুর রহমান উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আবদুর সামাদ মাস্টার বাড়ির মৃত আদুর সামাদের ছেলে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম তাকে গ্রেফতার করে। বুধবার (২১ জুন) তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

বেগমগঞ্জ থানার অফিস্রা ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি সন্ত্রাস নিরোধ মামলার পলাতক আসামি। মামলাটি এন্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। তারা তাকে আটক করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

১৫৪ বার ভিউ হয়েছে
0Shares