বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পূর্নাঙ্গ তালিকার পরও যদি অমুক্তিযোদ্ধার নাম থাকে তবে রেহাই নেই-ঝিনাইদহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

পূর্নাঙ্গ তালিকার পরও যদি অমুক্তিযোদ্ধার নাম থাকে তবে রেহাই নেই-ঝিনাইদহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-  মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকা ইতো মধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কোন অমুক্তিযোদ্ধার নাম থাকলে আর তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় পত্র পেতে শুরু করেছে। ঝিনাইদহে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। শনিবার বিকালে শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধসহ নানা শ্রেণী-পেশার মানুষ। উদ্বোধন শেষে মন্ত্রী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS