রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারার সাজুড়িয়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাবুল

বাগমারার সাজুড়িয়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাবুল

নাজিম হাসান,রাজশাহী থেকে:
একুশে টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজশাহী বুরে‌্য সাংবাদিক বদরুল হাসান লিটনের বড় ভাই বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার শাহ বদিউজ্জামান বাবুলের নামাজের জানাজা শেষে দাফন সর্ম্পন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৮টার দিকে তাদের গোরস্থান রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া শাহপাড়া গ্রামেতে তাকে দাফন করা হয়। এর আগে বদিউজ্জামান বাবুল (১৬ অক্টোবর) সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬১) বছর। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসাবে (অবসরপ্রাপ্ত) ছিলেন। বদিউজ্জামান বাবুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজশাহী মহানগর ও বাগমারাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার বেলা ৮টার দিকে তার জানাযার নামাজে শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মুহুমের জানাজা শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুম বদিউজ্জামান বাবুল বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের মকছেদ আলী শাহ’র বড় ছেলে। তারা চার ভাই ও চার বোন ছিলেন।

৫০ বার ভিউ হয়েছে
0Shares