শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামের কৃতি সন্তান সুমন দেশের হয়ে গ্রিসে স্বর্ণ জয় করেছে 

কুড়িগ্রামের কৃতি সন্তান সুমন দেশের হয়ে গ্রিসে স্বর্ণ জয় করেছে 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : গ্রিসে ১০ দেশের ৬৬৯ প্রতিযোগীকে পরাজিত করে বিজয়ের মাসে স্বর্ণপদক জিতে আনন্দে উদ্বেলিত কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন। চলতি বছর  গ্রিসের লোউতরাকিতে অনুষ্ঠিত জুজুৎসু অ্যাক্রোপলিশ আন্তর্জাতিক ওপেনে অংশ নিয়ে স্বর্ণ জেতেন তিনি। দ্বৈতভাবে আরিফুর রহমান সুমন জামিলাকে সঙ্গে নিয়ে স্বর্ণ জেতেন। সুমনের ইভেন্টটি ছিল দো ফাইটিং।
২০১৫-তে খেলাধুলায় ক্যারিয়ার শুরু কুড়িগ্রাম সদর উপজেলার সবুজপাড়া গ্রামের আনোয়ার হোসেনের সন্তান আরিফুর ইসলাম সুমনের। মাত্র ১৮ বছর বয়সে শুরু হয় জুডো-যাত্রা। কারাতে, জুজুৎসু, কুস্তি এবং পেনচাকসিলাতে খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। এ পর্যন্ত জাতীয় পর্যায়ে ১০টিতে স্বর্ণ, আন্তর্জাতিকভাবে ৫টিতে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এ ছাড়া ২০২২ সালে দুবাইয়ের আবুধাবিতে ৬৯ কেজি ভারোত্তোলনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন সুমন।
এ ব্যাপারে স্বর্ণজয়ী আরিফুর রহমান সুমন বলেন, ‘ছোটবেলা থেকে খেলার প্রতি আমার দুর্বলতা। চরম অধ্যবসায় আমাকে আজ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে। আমি গর্বিত যে বিজয়ের মাসে গ্রিসে স্বর্ণ জয় করে বাংলাদেশের জন্য আরেকটি বড় অর্জন এনেছি। আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারা অব্যাহত রাখব ইনশাল্লাহ।’
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল বলেন, ‘জাতীয় খেলোয়াড় আরিফুর রহমান সুমন গ্রিসে স্বর্ণ জয়ের মধ্য দিয়ে কুড়িগ্রামের পাশাপাশি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়েছে। তার এমন সাফল্যে আমরা গর্বিত। আমি ব্যক্তিগতভাবে এবং জেলা ক্রীড়া সংস্থা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। সুমনের যেকোনো প্রয়োজনে ক্রীড়া সংস্থা তার পাশে থাকবে।’
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘আরিফুর রহমান সুমনের গ্রিসে স্বর্ণ জয়ে আমরা গর্বিত। আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে সুমনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
৪৫ বার ভিউ হয়েছে
0Shares