শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর আমৃত্যু কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিজ্ঞ বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার বিচারকার্য  শেষে বিজ্ঞ  বিচারক  এই রায় ঘোষণা করেন।
৫৫ বার ভিউ হয়েছে
0Shares