বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় 

ভোলায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় 

ভোলা প্রতিনিধিঃ ভোলায় নতুন পুলিশ সুপার মাহিদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বলেন, পুলিশ ও সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। কাজের ক্ষেত্রে একে অপরের সহযোগী। শনিবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, ভোলা জেলায় মাদক,জঙ্গিবাদ ও ইভটিজিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে। দলমত নির্বিশেষে সকলের জানমাল রক্ষায় পুলিশ কাজ করবে।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক রয়েছে। কাজের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুলিশ-সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। ভোলার আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা থাকবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সকল প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

৮৬ বার ভিউ হয়েছে
0Shares