শুক্রবার- ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলার-তজুমদ্দিনে জেলেদের মাঝে সুরক্ষা বয়া বিতরণ

ভোলার-তজুমদ্দিনে জেলেদের মাঝে সুরক্ষা বয়া বিতরণ

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের অর্থায়নে গত কাল (৪-ডিসেম্বর) সোমবার দুপুরে মেঘনার পাড়ে নিবন্ধীত ১ হাজার জেলেদের মাঝে সুরক্ষা পুলুইটের তৈরী বয়া ও বাশি বিতরণ করা হয়েছে এব ং পুলুইট দিয়ে কম খরচে জীবন সুরক্ষাকারী বয়া বানানোর কৌশল শিখানো হয়। এই বয়া প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কর্যকরী জীবনের সুরক্ষা রাখবে বলে কর্মকর্তারা জানান।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, মেরিন ফিশারিজ অফিসার মো. আল-আমিন, কারিতাস বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার অষোক কুমার রায়, এসসিএফের ক্লাষ্টার অফিসার এম এ কাদের উপস্থিত ছিলেন।

৫১ বার ভিউ হয়েছে
0Shares