বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভোলা প্রতিনিধিঃ ভোলায় যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে জেলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী অফিস, মাধ্যমিক শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি, পলিটেকনিক ইনস্টিটিউট, পুনাকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শহীদদের স্মরণে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন-আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করেছেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক তৌফিক- ই- লাহী চৌধুরী, পুলিশ সুপার- সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি- ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব- রাইসুল আলম প্রমুখ। জেলার ৭ উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।

১৫৪ বার ভিউ হয়েছে
0Shares