শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগ পৌরসভার পঞ্চবার্ষিক কর চ‚ড়ান্ত করন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনবাগ পৌরসভার পঞ্চবার্ষিক কর চ‚ড়ান্ত করন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ পৌরসভার পঞ্চবার্ষিক কর চ‚ড়ান্ত করনে পৌরসভার নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে পৌর মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে ও প্রধান সহকারী আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও সেনবাগ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, পৌরসভার ম‚খ্য নির্বাহী কর্মকর্তা আবুল আনসার, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নুরুল হুদা শাহজাহান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যা, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, বিশিষ্ট শ্রমিক নেতা অলি ভ‚ঁইয়া, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এন এইচ সুমন, বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আমিন রসুল,দক্ষিন কাদরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন দুলাল, মধু হাফেজ, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, নুর ইসলাম নুরু, কাউছার, রাসেল প্রম‚খ।

এ সময় পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন, কামাল উদ্দিন, আইয়ুব আলী, সাখাওয়াত হোসেন, পেয়ারা বেগম,মঞ্জুয়ারা বেগম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মেয়র কর প‚ণ:নির্ধারনে সকলের মতামত শুনেন এবং বিভিন্ন প্রস্তাব ও মতামতের উত্তর দেন।

সমাপনী বক্তব্যে মেয়র ভিপি দুলাল সবাইকে তার আহবানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে মতামত প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং পৌরবাসীর কল্যাণে অধিকাংশের দাবির প্রতি সম্মান জানিয়ে কর না বাড়িয়ে প‚র্বের ধার্যকৃত কর বহাল রাখার ঘোষণা দেন।

৮৫ বার ভিউ হয়েছে
0Shares