শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধামইরহাটে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী কৃষক দল ধামইরহাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বিকেল ৪ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মো.তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মো.সামসুজ্জোহা খান। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক শফিউল আলম শফি। পৌর বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম সরকার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ ওয়াদুদ,সাবেক দপ্তর সম্পাদক আনিছুর রহমান, শামীম কবির মিল্টন,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সুলতান মামুনুর রশিদ,বিএনপি নেতা মো.হানজালা,জেলা মহিলা দলের সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মাজেদা বেগম,বিএনপি নেত্রী শাহিনা খাতুন,সাবেক যুবদল নেতা রুহুল আমিন,যুবদল নেতা আনারুল হক,ছাত্রনেতা ওয়াছি আরাফাত অভি প্রমুখ।
পরে মো.তরিকুল ইসলাম কে সভাপতি,রমজান আলী কে সাধারণ সম্পাদক ও মীর মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মনোনীত করে উপজেলা এবং মো.জাহাঙ্গীর আলম সভাপতি,মো.আরমান রিপন কে সাধারণ সম্পাদক এবং মো.ওহেদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে পৌর কৃষক দলের কমিটি গঠন করা হয়। সম্মেলনে ধামইরহাট ও পত্নীতলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৯২ বার ভিউ হয়েছে
0Shares