বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কবিরহাটে ঝড়ে লন্ডভন্ড দুর্গাপ‚জার মন্ডপ আহত-৫ ক্ষতি ৫লাখ টাকার

কবিরহাটে ঝড়ে লন্ডভন্ড দুর্গাপ‚জার মন্ডপ আহত-৫ ক্ষতি ৫লাখ টাকার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম প‚জা মÐপে আর্শস্মিক এক ঝড়ে দুর্গাপ‚জা মন্ডপ লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে প‚জা মন্ডপের নির্মিত প্রধান গেইট, প্যান্ডেল দুমড়ে মুচড়ে পড়ে পড়ে যায় ও দুর্গা প্রতিমার মাথা ভেঙ্গে যায় এবং অন্যান্য প্রতিমার হাত সহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। এসময় মন্ডপে থাকা ৫জন আহত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম প‚জা মÐপে এ ঘটনা ঘটে।

অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম প‚জা মÐপের সভাপতি রাজন চন্দ্র পাল জানান, শনিবার ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম প‚জা মÐপের ওপর দিয়ে আকৃষ্মিক ভাবে এক ঝড় ও তুফান বয়ে যায়। এতে অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম প‚জা মÐপে নির্মিত গেইট,প্যান্ডেল ভেঙ্গে পড়ে যায়। এতে দুর্গার প্রতিমা মাথা ভেঙ্গে যায় ও অন্যান্য বেশির ভাগ প্রতিমার হাত সহ সাজসজ্জার ব্যাপক সক্ষতি হয়। ওই ঝড় তুফানে প‚জা মন্ডপের ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কবে দাবী করেন- প‚জা মÐপের সভাপতি রাজন চন্দ্র পাল ।

অপরদিকে স্থানীয় স‚ত্রে জানা যায়, ঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দির প‚জা মন্ডপের গেইট ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন প‚জা মন্ডপের গেইট ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কবিরহাট থানার অফিসার ইানচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, ঝড় তুফানে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম প‚জা মÐপ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

৪২ বার ভিউ হয়েছে
0Shares