সেনবাগে কৃষক-কৃষানীদের রোভিং সেমিনার অনুষ্ঠিত


মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে আওতায় কৃষক-কৃষানীদের দিনব্যাপী এক রোভিং সেমিনার সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কৃষি কর্মকর্তা জুনাইদ আলমের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিত কর্মকর্তা গোলাম আজম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাশার, আবদুল লতিফ প্রমুখ্য।
দিনব্যাপী অনুষ্ঠিত ওই সেমিনারে সেনবাগ উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে আওতায় সেনবাগ উপজেলা ৫০জন কৃষক-কৃষানী অংশগ্রহন করেন।