শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে উদয়ন আদর্শ ক্লাবের রজতজয়ন্তী উদযাপন 

সেনবাগে উদয়ন আদর্শ ক্লাবের রজতজয়ন্তী উদযাপন 

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সেনবাগে শোভাযাত্র,আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পরিকোটে উদয়ন আদর্শ ক্লাবের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পরিকোট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদ উল্যার সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সোহরাব মেহেদী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এবিসিসিআইয়ের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক।  এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি ও ডমুরুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন কানন,উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, আওলায়মীলীগ নেতা লায়ন সাহাবুদ্দিন, ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বাকের আহম্মেদ, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহজাহান,  ক্লাবের উপদেষ্ঠা  হাজী মোঃ শাহ আলম, প্রত্যাশা পাঠাঘারের সভাপতি জহিরুল ইসলাম কামাল, আকবর হোসেন শহিদ, আমেরিকা প্রবাসী শামীম আহম্মেদ প্রশুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন  পরিকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন, লন্ডন প্রবাসী  আব্বাস চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডাক্তার আবুল কালাম, রুপালী চৌধুরী, কাবিলপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, আওয়ামীগ নেতা মিজানুর রহমান।  এর আগে কেক কাটা হয়, পরে অতিথি বৃন্দকে ক্রেষ্ট প্রদান করা হয়।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares