শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই ৫ লাখ টাকার ক্ষতি

সেনবাগে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই ৫ লাখ টাকার ক্ষতি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৫লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারটির। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির পশ্চিম ছাতারপাইয়া গ্রামের বদল বাড়ির গোলাম মোস্তফার বসতঘরে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুলাল মিয়া জানান, সকাল ১০টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গোলাম মোস্তফার ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটির অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।’

সেনবাগ স্টেশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাবার প্রস্তুনি নিই। এসময় ঘটনাস্থল থেকে জানায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে খবর দিলে তারা আর ঘটনাস্থলে যাননি।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS