শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্নীতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময়, র‌্যালী, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা

দুর্নীতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময়, র‌্যালী, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা

পটুয়াখালী প্রতিনিধি, : রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে শোনার বাংলাদেশ দুর্নীতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় মত বিনিময়, র‌্যালী, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মদ ইব্রাহিম অরবিল এর সভাপতিত্বে মতবিনিময়, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহ.নেছার উদ্দিন,আরডিও এসএম আরিফুর রহমান, মেরিন ফিসারিজ মো.নাজমুল হোসেন, তথ্য সেবা কর্মকর্তা নাদিয়া আফরোজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোর্শেদা বেগম, তহমিনা সুলতানা, সাধারন সম্পাদক মো. মোসারেফ হোসেন, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন আলতাব, তরিকুল ইসলাম, উপজেলা একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহাকারী শিক্ষক এবং শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares