মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন

সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি।পটুয়াখালীর দশমিনায় সরকারি খাল অবমুক্তকরনের দাবীতে চার গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ মানববন্ধন করেছেন। রোববার বেলা ১২টায় দশমিনা উপজেলার পূর্ব ল²ীপুর ঈদ গা মাঠের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যপী দেড় শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য দেন-সাহেল আহম্মেদ প্যাদা, আব্দুল মালেক গোলেনতাজ, ইন্দ্রিস আহম্মেদ সিকদার, আলী আকব্বার গাজী, শাহ আলম, রহমান গাজী, হাফেজ প্যাদা, মস্তোফা মৃধা, আলী আহম্মেদ গাজী, রাফিউল গাজী, মজিবুর রহমান গাজী, মনির গাজী, কবির গাজী, ফিরোজ মৃধা, জাহিদ সিকদার, ফজলুল হক গোলেনতাজ, নূর মোহাম্মদ সিকদার, হাবিব সিকদার, শোনালী মুসুল্লি, জামাল মুসুল্লি, রফিজুল মুন্সি, জামাল মাতুব্বর, শহিদ মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সি, মোহাম্মদ মুন্সি, সেকান মুন্সি, আবুল মুন্সি ও আবুল বাশার।
বক্তব্যে বলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মহাসিন জোমাদ্দার সরকারি খালে বাঁধ দিয়ে মাছ শিকার করার কারনে পূর্ব ল²ীপুর, কাটাখালী, সৈয়দ জাফর ও গোলখালী গ্রামের কৃষকের কৃষি কাজে ব্যঘাত করেন। দ্রæত সময়ের মধ্যে খাল অবমুক্ত করার দাবি জানান তারা।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS