বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নাটোরে নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে ওষুধ কোম্পানিতে ডাকাতি 

নাটোরে নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে ওষুধ কোম্পানিতে ডাকাতি 
নাটোর প্রতিনিধি  : নাটোরে নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে সেঞ্চুরি মেডিকেয়ার নামে একটি ওষুধ কোম্পানিতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে শহরতলী দত্তপাড়া গাজীরবিল এলাকায় কোম্পানির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগদ টাকা ও মালামাল লুট করে ডাকাত দল। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম সরদার জানান, গতর াত তিনটার দিকে আট-দশ জনের একটি ডাকাত দল  কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা নিরাপত্তা কর্মীর হাত-পা ও মুখ বেঁধে অন্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল এবং মোবাইল লুট করে নিয়ে যায।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS