শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাটে ফেন্সিডিলসহ ইউপি সদন্য আটক

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ইউপি সদন্য আটক

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ চলমান বিশেষ অভিযানে ৭ বোতল ফেনসিডিলসহ এমদাদুল হক মিন্টু (৪৫) কে আটক করে থানা পুলিশ।

আটক মিন্টু উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ও সারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার (৮ মে )  সন্ধ্যা আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান ও এসআই হামিদুল ইসলাম এর নেতৃত্বে আদিতমারী থানা পুলিশের একটি দল উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ এলাকার মিন্টুর বাড়ীতে ফেনসিডিল আছে এমন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ীর শয়ন ঘরের ভিতরের মাঝখান হতে অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে হয়। এদিকে পুলিশের উপস্থীতি টের পেয়ে তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০) বাড়ী থেকে পালিয়ে যায়। এঘটনায় ইউপি সদস্যর স্ত্রীসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১০২ বার ভিউ হয়েছে
0Shares