বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নেত্রকোণার বারহাট্টায় ডিএনসি’র অভিযানঃ গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Views
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বারহাট্টার নৈহাটি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আইন উদ্দিন (৬২) নামক এক মাদক কারবারিকে আটক করেছে।
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আইন উদ্দিন দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইনচার্জ মোঃ আল আমিনের নেতৃত্বে একটি আভিযানিক টিম গত সোমবার রাতে মাদক কারবারি আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে।
তিনি আরও জানান, মাদক কারবারি আইন উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃত আইন উদ্দিনের বিরুদ্ধে উপ – পরিদর্শক (এস আই) মোঃ খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার দুপুরে আইন উদ্দিনকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।
Share This

COMMENTS