রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সভা কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত ৭

লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সভা কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ কে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোরবান আলী ও তার অনুসারীদের সাথে ট্রাক শাখার সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এতে শ্রমিক নেতা কোরবানসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়পক্ষকে সড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে দুপুর দেড়টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবু পুনিল চন্দ্র-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ।

৪১ বার ভিউ হয়েছে
0Shares