শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোতামারী ইউনিয়নে রাস্তা পাকা করণ কাজ উদ্ধোধন

গোতামারী ইউনিয়নে রাস্তা পাকা করণ কাজ উদ্ধোধন

লালমনিরহাট প্রতিনিধি।লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কাচা সড়ক পাকা করণের কাজ শুভ উদ্ধোধন হয়েছে৷  গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপিকে নিয়ে উদ্ধোধন করেন।  ইউনিয়নের গাজীরমোর হইতে বুনচুকি বিওপি ৩৩.৮০০ মিটার যাওয়ার রাস্তা পাকাকরন কাজ এবারে শুরু হতে যাচ্ছে। গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনার দীর্ঘ প্রচেষ্টায় এই কাজ শুরু হয়।এসময় আরো উপস্থিত ছিলেন হাতিবান্ধা উপজেলা প্রকৌশলী মো নজীর হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু,মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।
৯৪ বার ভিউ হয়েছে
0Shares